শিক্ষার্থীদের মাঝে মইনীয়া যুব ফোরামের শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ১০:০৩ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২০:০১
মইনীয়া যুব ফোরাম গাজীপুর জেলা শাখার আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে মইনীয়া যুব ফোরাম এর প্রতিষ্ঠাতা শাহ সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভান্ডারী (মাঃ জিঃ আঃ) নির্দেশে গাজীপুর জেলা মইনীয়া যুব ফোরাম এর উদ্যোগে আবদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় গাজীপুর জেলা শাখার নেতৃবৃন্দ তিন শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেন।
এসময় উপস্থিত ছিলেন যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী, গাজীপুর জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ শাহাব উদ্দিন মিয়া, শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইমরোজ মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, ও সদস্য মোঃ মজিবুর রহমান সাইবার ফোরাম, গাজীপুর জেলার সদস্য মোঃ জুবায়ের সিদ্দিকী, তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগ নেতা, মোঃ মিথুন শেখ ১নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, শ্রীপুর উপজেলার সদস্য মোঃ ইয়াসিন আরাফাত সদস্য মোঃ মুনাইম সিদ্দিকী সহ সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদ সিদ্দিকী বলেন মইনীয়া যুব ফোরাম এর সম্মানিত প্রতিষ্ঠাতা মহান মুর্শিদ শাহ্ সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভান্ডারী (মাঃ জিঃ আ) নির্দেশ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিন ব্যাপী গাজীপুর জেলা যুব ফোরাম কর্মসূচি পালন করবে সকালে মহান স্বাধীনতার স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সকাল ১০ টায় আবদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ এবং অসহায় দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত