শিক্ষক

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ৪ জুন ২০২২, ১২:০৫ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:৩৬

মোঃ তাইফুর রহমান
--------------------------------


শিক্ষক আমার সবার সেরা 
অনেক কষ্ট করে
জ্ঞানের আলো বিলায় তারা
ভালো মানুষ গড়ে।

শিক্ষকের কি হয় তুলনা?
আলো হলেন তারা
তাদের কথা মানবে যারা 
হবেনা পথ হারা।

জীবন পথের দামি মানুষ
করলে তাদের হেলা 
অনেক কষ্টে কেটে যাবে
এই জীবনের বেলা।

ভালো মন্দের ব্যবধান যে
শিখছি তাদের কাছে
তাইতো অনেক ভক্তি করি
শিক্ষক যারা আছে।

এই জীবনে শিক্ষক আমার
দিলেন সুখের বাতি
অজ্ঞতা দূর হয়ে এখন
সুখ যে আমার সাথী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত