শিকার নিষিদ্ধ শাপলা পাতা মাছে সয়লাব মোংলার বাজার
প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ১০:৩৯ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২০:২০
বাগেরহাটের মোংলা উপজেলার শ্রধান মাছ বাজারে দেদারসে বিক্রি হচ্ছে বিপন্ন শ্রজাতির শাপলা পাতা মাছ। এই মাছ শিকার নিষিদ্ধ ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ হলেও, কেউ তা মানছে না। বিক্রেতারা বলছেন, এই মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধের বিষয়টি তারা জানেন না। বন বিভাগের কর্মকর্তাদের সহায়তায় বাজারে বিক্রি করছেন বলে তাদের দাবি। শাপলা পাতা মাছের বৈজ্ঞানিক নাম ‘স্টিংরেস’। আন্তর্জাতিক শ্রকৃতি ও শ্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এই মাছ বিপন্নশ্রায় শ্রজাতি হিসেবে অন্তর্ভুক্ত করেছে। বণ্যশ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ সালের আইন অনুযায়ী শাপলা পাতা মাছ শিকার নিষিদ্ধ।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে মোংলার মাছের বাজারে দেখা যায়, কয়েকজন বিক্রেতা ডালায় শাপলা পাতা মাছ সাজিয়ে হাক-ডাক দিয়ে বিক্রি করছেন। ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই মাছ শিকার ও বিক্রি যে নিষিদ্ধ, তা জানেন না বলে দাবি বিক্রেতাদের।
মোংলা পোর্ট পৌরসভা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আফজাল ফরাজি ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, শ্রায় শ্রতিদিনই সাগর থেকে জেলেরা শাপলা পাতা মাছ বাজারে আনছেন। এই মাছ ধরা বা বিক্রি যে নিষিদ্ধ তা আমরা জানি না। আমাদের কেউ এ বিষয়ে বলেনি। সাগর থেকে শাপলা পাতা মাছ শিকার করে নদী পথে আনার সময়ও বন বিভাগের কোনও কর্মকর্তা বাধা দেন না। মৎস্য ব্যবসায়ী মো. সোলায়মানের দাবি, বন বিভাগের লোকজনই তাদের শাপলা পাতা মাছ বাজারে আনতে সহায়তা করেন। তারা নিষেধ করলে এই মাছ বাজারে তোলা সম্ভব না।
আরেক ব্যবসায়ী নাম শ্রকাশ না করার শর্তে বলেন, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বিএম (বোটম্যান) মিজানুর রহমান এসব মাছ শ্রকাশ্যে বিক্রি করতে তাদের কাছ থেকে কয়েক দফা টাকা নিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে মিজানু রহমান বলেন, ব্যবসায়ীরা তার বিরুদ্ধে অপশ্রচার চালাচ্ছে।
খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, শ্রচার-শ্রচারণার অভাবেই মূলত কেউ জানে না যে, শাপলা পাতা মাছ শিকার নিষিদ্ধ। এখন থেকে মাইকিং করে সতর্ক করা হবে। বিএম মিজানুর রহমানের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি ডিসিপ্লিনের শ্রধান ড. আব্দুর রউফ বলেন, সাগর থেকে দিনের পর দিন এভাবে নিধন চলতে থাকলে এক সময় শাপলা পাতা মাছ বিলুপ্ত হয়ে যাবে। বন বিভাগের কমর্কাদের উদাসীনতার কারণেই এই মাছ শিকার করছে জেলেরা। সাগরে শাপলা পাতা মাছ নিধন ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত