শাস্তি পাবে রিয়াল-বার্সেলোনা-জুভেন্টাস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৮ মে ২০২১, ১০:১৩ |  আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪

ভুল স্বীকার করে বিতর্কিত সুপার লিগ থেকে সরে যাওয়ায় ঘোষনা কয়েকটি ক্লাব আগেই দিয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে উয়েফার সঙ্গে পুরনো সম্পর্কে ফেরার একটা চুক্তিপত্রও সই করেছে ৯টি ক্লাব। তবে এখনো সুপার লিগে থেকে সরে যাওয়ার ঘোষনা না দেওয়া রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস পড়তে পারে বিপদে। এই তিন ক্লাবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আভাস দিয়েছে উয়েফা।

গত ১৮ এপ্রিল ইউরোপের প্রভাবশালী ১২টি ক্লাব মিলে ইউরোপিয়ান সুপার লিগ নামে একটি নতুন টুর্নামেন্ট শুরু করার ঘোষনা দেয়। নিজেদের আয় বাড়ানোর লক্ষ্য নিয়ে এক জোট হয়েছিল এই ক্লাবগুলো। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার নিয়ন্ত্রনাধীন চ্যাম্পিয়নস লিগ থেকে বেরিয়ে গিয়ে এই বিদ্রোহী লিগে যোগ দিয়েছিল ইংল্যান্ড , স্পেন ও ইতালির ১২টি ক্লাব।

তবে ঘোষনা দেওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই সমর্থকদের প্রতিবাদ, ফুটবল বিশ্লেষক ও বোদ্ধাদের সমালোচনা এবং উয়েফা ও ফিফার শাস্তির হুমকিতে ৯টি ক্লাব সুপার লিগ থেকে সরে দাঁড়ায়। শুরুতে ম্যানচেস্টার সিটি, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল ও টটেনহাম- ইংল্যান্ডের এই ছয়টি ক্লাব নিজেদের নাম প্রত্যাহার করে নেয় এই প্রকল্প থেকে। তাদের দেখাদেখি পরে যোগ দেয় ইতালির ইন্টার মিলান, এসি মিলান ও স্পেনের আতলেতিকো মাদ্রিদও।

এতে সুপার লিগ প্রকল্প শুরুর আগেই ধসে গেলেও এখনো সেখান থেকে সরে আসার ঘোষনা দেয়নি অন্যতম দুই উদ্যোক্তা ক্লাব রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস এবং তাদের সঙ্গী বার্সেলোনা।

আজ উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, 'পুনর্মিলনের সদিচ্ছা এবং ইউরোপীয় ফুটবলের ভালোর জন্য, তথাকথিত 'সুপার লিগ' প্রকল্পের সঙ্গে জড়িত ১২ টি ক্লাবের মধ্যে নয়টি ক্লাব উয়েফার সঙ্গে একটি 'ক্লাব প্রতিশ্রুতি ঘোষণাপত্রে' সই করেছে। উয়েফা কার্যনির্বাহী কমিটির একটি জরুরি প্যানেল গঠন করেছে, যাতে তারা এই প্রতিশ্রুতি ঘোষণাপত্রের চেতনা এবং বিষয়বস্তুকে বিবেচনা করে ক্লাবগুলোকে দ্রুত উয়েফার সঙ্গে একীকরণ প্রক্রিয়া নিশ্চিত করে।'

তবে একেবারে সহজে আবার উয়েফার সঙ্গে আগের সম্পর্কে ফিরতে পারছে না এই ৯ ক্লাব। সে জন্য কিছু মাসুলও দিতে হবে তাদের। উয়েফার সঙ্গে সাক্ষরিত প্রতিশ্রুতি ঘোষনাপত্র অনুযায়ী, আগের অবস্থায় ফেরার সদিচ্ছার নিদর্শন হিসেবে ক্লাবগুলোকে মিলিতভাবে মোট দেড় কোটি ইউরো অনুদান দিতে হবে উয়েফায়, যে অর্থ ব্যয় করা হবে ইংল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের শিশু, যুব এবং তৃণমূল ফুটবলের উন্নয়নে।

এ ছাড়া চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপা লিগ থেকে এক মৌসুমে এই ক্লাবগুলো যা আয় করেছে, সেটার ৫ ভাগ দিতে হবে উয়েফাকে।

চুক্তিতে আরও লেখা আছে, ভবিষ্যতে উয়েফা বা ফিফার অনুমোদনহীন কোনো টুর্নামেন্টে খেলতে গেলে ১০ কোটি ইউরো এবং উয়েফার সঙ্গে চুক্তির কোনো ধারা লঙ্ঘন করে ৫ কোটি ইউরো জরিমানা দিতে হবে ক্লাবগুলোকে।

বলা বাহুল্য, এসব শর্ত মেনে নিয়েই উয়েফায় ফিরে এসেছে ৯টি ক্লাব।

তবে বাকি তিন ক্লাব-রিয়াল, বার্সেলোনা ও জুভেন্টাসের কী হবে এখনই বলা যাচ্ছে না। উয়েফার সভাপতি আলেক্সান্দোর সেফেরিন বিবৃতিতে বলেছেন, প্রস্তাবিত ‘সুপার লিগ’ থেকে সরে আসার আহ্বান প্রত্যাখান করা ক্লাবগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার সবরকম অধিকার উয়েফার আছে।

উয়েফা বলছে, যে ক্লাবগুলো সরে আসেনি তাদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এজন্য উয়েফার শৃঙ্খলা কমিটিকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

সরাসরি না বললেও এখানে একটা প্রচ্ছন্ন শাস্তির হুমকি তো আছেই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত