শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজদিখানে বস্ত্র বিতরণ
প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১৫:৩১ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১১:৫১
মুন্সীগঞ্জ সিরাজদিখানে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে তিনশতাধিক নারী-পুরুষের মাঝে বস্ত্র ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। আজ সোমবার ১১ অক্টোবর বেলা ১১টায় উপজেলার মালপদিয়া ত্রিনাথ মন্দির প্রাঙ্গনে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ নিজস্ব অর্থায়নে এ তিনশত বস্ত্র ও প্রতিটি মন্দিরে ১০ হাজার করে টাকা বিতরণের আয়োজন করেন।
মন্দির কমিটির সভাপতি রতণ চন্দ্র দাসের সভাপতিত্বে বস্ত্র ও টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ। সুবির চক্রবর্তীর সঞ্চালনায় এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হাজী আব্দুল করিম শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, ইউপি সদস্য আসাদুজ্জামান, মোঃ সুমন, মোঃ সহিদ, আবুল হোসেন, আবুবকর খান,সাংবাদিক গোপাল দাস হৃদয় প্রমুখ।
চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ বলেন, ধর্ম যার যার উৎসব সবার। শারদীয় দুর্গোৎসবে করোনা সহনীয় পর্যায়ে এলেও মাস্ক পরিধানসহ সরকারের নিদের্শনাগুলো মেনে উৎসব পালন করতে হবে। ধর্মীয় অনুষ্ঠান পালনে প্রতিটি সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে মধ্যপাড়ায়ও এর কোন ব্যাতিক্রম হবে না।
সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও গরীরদের মাঝে বস্ত্র বিতরণ করছে মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ। এই মহতী উদ্যোগ সত্যিই বড় প্রশংসনীয় দাবি রাখে । বাংলাদেশ অসাম্প্রাদায়িক সম্প্রীতির দেশ। সুন্দর কাজ, আত্মশুদ্ধি এবং মানব কল্যাণই ধর্মের মূল কথা। এখানে আমরা ঈদ-পূজা-পার্বণ, বড়দিন সবাই মিলেমিশে উদযাপন করি। এটাই বাঙালি জাতির অন্যতম শক্তি। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। করোনাকালীন সময়ে সকলেই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উৎসবে অংশগ্রহণ করবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত