শান্তর নেতৃত্বে মুগ্ধ হাথুরুসিংহে

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৩, ১৫:১৮ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৪

ফাইল ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে নিজেদের মাঠে কখনো জিততে পারেনি বাংলাদেশ। পুরনো ইতিহাস বদলেছে সিলেটে। প্রথম টেস্টে কিউইদের উড়িয়ে দিয়ে ১৫০ রানে জিতেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সিলেট টেস্টে সেঞ্চুরিও করেছেন তিনি। তবে বেশি নজর কেড়েছেন মাঠে চনমনে উপস্থিতিতে। বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানোসহ সব কিছুতে ছিল তীক্ষ্ণ ক্রিকেটীয় চিন্তার ছাপ

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রধান কোচ হাথুরুসিংহে শান্তকে প্রংশসায় ভাসিয়েছেন। শান্তর অধিনায়কত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের হেড কোচ, ‘অধিনায়কত্ব ও নেতৃত্ব দুটো আলাদা জিনিস। অধিনায়কত্ব দুর্দান্ত ছিল। কৌশলগতভাবে সে পুরো মার্কস পাবে। সে ম্যাচের বেশিরভাগ সময় এগিয়ে ছিল। ফিল্ড প্লেসিং ছিল খুব ভালো। মাঝেমাঝে অপ্রথাগত, কিন্তু খুব কার্যকর।’

পাশাপাশি মাঠের বাইরের নেতৃত্বের জায়গাতেও শান্তকে পুরো মার্কস দিচ্ছেন হাথুরুসিংহে, ‘নেতৃত্বও দুর্দান্ত ছিল। সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সম্মান আদায় করে নিয়েছে, মানও তৈরি করেছে। আমার মনে হয় তার ভবিষ্যৎ অনেক লম্বা। অধিনায়কত্বের বিষয়টি বোর্ডের। তারা এই ব্যাপারে ঠিক সিদ্ধান্ত নেবে। অবশ্যই সে শক্ত প্রতিদ্বন্দ্বী।’

কাআ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত