শাজাহানপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৯ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৯:২৯
বগুড়ার শাজাহানপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় কামাল হোসেন (৪৫) ও মাহবুবার রহমান লিটন (৩২) নামে দুইজন মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত কামাল হোসেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জগদ্দল গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তিনি ঢাকায় একটি ঔষধ কোম্পানীর সিকিউরিটি অফিসার পদে চাকরী করতেন।
নিহত মাহবুবার রহমান লিটন বগুড়া শহরের লতিফপুর কলোনী এলাকার নুরুল আমিনের ছেলে। তিনি একজন সাবেক কৃতি ক্রিকেটার ছিলেন। বর্তমানে তিনি একটি মোবাইল ফোন কোম্পানিতে বিক্রয় প্রতিনিধির চাকরি করতেন।
কামাল হোসেন বুধবার রাত সাড়ে ৭টার দিকে মটরসাইকেল যোগে ঢাকা থেকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামে তার শ্বশুড়বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে শাজাহানপুর উপজেলার সাজাপুর মঞ্জুর সিএনজি ষ্ট্যাশনের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে বিপরীত থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাংকলরির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
অপরদিকে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মার্কেটিংয়ের কাজ শেষ করে মটরসাইকেল যোগে শহরে ফেরার পথে শাজাহানপুর উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বয়ড়াদীঘি নামক স্থানে অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় মাহবুবার রহমান লিটন মৃত্যুবরণ করেন।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেম শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত