শাজাহানপুরে কোটি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৯ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২৩:২৮
বগুড়ার শাজাহানপুরে কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন একদিনে এক কোটি টিকার প্রথম ডোজর টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ৩০টি কেন্দ্রে একযোগে সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত টিকা প্রদান করা হয়।
শনিবার সকালে উপজেলার খলিশাকান্দি কেন্দ্রে কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ও চোপিনগর টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোতারব হোসেন,খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল ফারুক,চোপিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু,শাজাহানপুর থানার এস আই শাহীন আলম,এস আই শামিম হোসেন,চোপিনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজার রহমান প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোতারব হোসেন জানায়, সারা দেশে এক কোটি মানুষকে টিকা দেওয়া অংশ হিসেবে উপজেলা ব্যাপী প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে।কোন রেজিস্ট্রেশন ছাড়াই জাতীয় পরিচয়পত্র-সহ যে কোনও বৈধ পরিচয় পত্র দিয়ে ১৮ বছরের উর্ধে সাধারন মানুষ টিকা নিতে পারছেন।এবারে উপজেলার ইউনিয়ন পর্যায়ে তিনটি ওয়ার্ডে মোট ৩০টি টিকা বুথে স্বাস্থকর্মীরা টিকা প্রদান করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত