শাখারীকাঠী গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রকাশ: ৫ নভেম্বর ২০২১, ২০:৩০ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ২০:৫৮
বাগেরহাটের কচুয়ায় শাখারীকাঠী গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে শাখারীকাঠী নিমাই চন্দ্র দাসের আশ্রমে অনুষ্ঠিত। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ডা. দুলাল কৃষ্ণ রায়।
বাধাল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি নকিব সিরাজুল হক, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস, ঋষিকেশ দাস, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের খান প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময় নিহত শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা অংশগ্রহন করেন। এর আগে সকালে শাখারীকাঠী বদ্ধভূমিতে পুস্পস্তবক অর্পন করেন স্থানীরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত