শাকিব খানের সদস্যপদ স্থগিত
প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ১১:২২ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১১:৫১
ঢাকাই চলচিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সদস্যপদ স্থগিত করেছে প্রযোজক ও পরিবেশক সমিতি। বৃহস্পতিবার (২৪ মার্চ) এ সিদ্ধান্ত জানায় সমিতি।
নির্বাচনকে সামনে রেখে সমিতির সদস্যপদ হালনাগাদ করা হয়েছে। তৈরি করা হয়েছে ভোটার তালিকাও। এক্ষেত্রে সদস্যদের চাঁদা ও কিছু কাগজপত্র জমা দেয়ার বিধান রয়েছে। শাকিব চাঁদা দিলেও আয়করের কাগজ বাদ পড়েছে। এ কারণেই তার ভোটাধিকার স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে থাকার কারণে বিষয়টি নিয়ে শাকিব খানের প্রতিক্রিয়া জানা যায়নি।
প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু জানান, শাকিবের সদস্যপদ বাতিল করা হয়নি। কেবল স্থগিত করা হয়েছে। অর্থাৎ আগামী নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন না। শাকিব আয়কর সংক্রান্ত কাগজ জমা দেননি। সে কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সমিতি। তবে এর বিপরীতে তার আপিল করার সুযোগ রয়েছে।
আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন। এতে প্যানেলবদ্ধ হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেলিম খান ও ডিপজল। সভাপতি পদে লড়বেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান আর ডিপজল থাকবেন সাধারণ সম্পাদকের লড়াইয়ে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত