শাকিব খানের নতুন ছবি ‘রাজকুমার’, নায়িকা কোর্টনি

  বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১২:৩৭ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭

 ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে নতুন ছবির ঘোষণা দিয়েছেন। ছবির নাম ‘রাজকুমার’। ছবিতে শাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। আগামী জুলাইয়ে ছবির শুটিং শুরু হতে পারে। 

নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনা কনভেনশন হলে ছবির মহরত অনুষ্ঠিত হয়। ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। প্রযোজনা করবে শাকিবের প্রতিষ্ঠান এসকে ফিল্মস।

শাকিব খানের ফেসবুকে প্রকাশিত ‘রাজকুমার’ ছবির পোস্টারে দেখা গেছে, ব্যস্ত শহরের রাস্তায় দাঁড়িয়ে আছেন শাকিব খান। তার সামনে অনেকগুলো গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়ানো। কালো কোর্ট গায়ে দেওয়া শাকিবের মুখে চাপা দাঁড়ি, মাথায় টুপি।  শাকিব খান জানিয়েছেন, বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে তার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত