শহীদ আসাদের প্রতিকৃতিতে বিএনপির শ্রদ্ধা

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ১১:২৯ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬

সরকার ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে ডিএমসি’র জরুরি গেটের সামনে শহীদ আসাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এই কথা বলেন তিনি। এ সময় ডাকসুর সাবেক ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা শেষে আমান উল্লাহ আমান বলেন, মানুষের মৌলিক অধিকারসমূহ হরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাই গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে সবাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। বলেন, অধিকার প্রতিষ্ঠায় গণ আন্দোলনের কোনো বিকল্প নেই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত