শরৎ

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ১২:১৩ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৮

এম হাবীবুল্লাহ
--------------------
 

শাদা মেঘের ভেলায় চড়ে
ঋতুর রানি শরৎ আসে
দোলনচাপা বেলির সাথে
কাশফুল আর শিউলি হাসে। 

ছেলে বুড়ো সবাই মিলে
পাকা তালের গন্ধে মাতে
কচির ধানের ডগার পরে
শিশির ঝরে প্রতি প্রাতে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত