শরৎ এলে
প্রকাশ: ৬ অক্টোবর ২০২২, ১০:৪৪ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:০৬
সুনীল শর্মাচার্য
-----------------
শরৎ এলে শরৎ এলে
আকাশ ঝলমল
ঝিলের জলে দিঘির বুকে
ফুটছে শতদল।
নীল আকাশে বেড়ায় ভেসে
সাদা মেঘের ভেলা
শিউলি ঝরা উঠোন জুড়ে
প্রজাপতির খেলা।
রোদের সোনা পড়ছে ঝরে
শিশির ঝরে ঘাসে
ঢেউ তুলেছে খুশির নদী
জল ছবিটা ভাসে।
শরৎ এলে শরৎ এলে
সাদা কাশের দিন
খুশির গাঙে পাল তুলে দে
বাজে হৃদয় বীণ!
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত