শচীন টেন্ডুলকারসহ ভারতীয় ক্রিকেটাররা জানালেন ঈদের শুভেচ্ছা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২১, ২১:৫০ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫

‘ঈদের এই আনন্দময় দিনে সবার সুস্থতা, সুখ ও সমৃদ্ধি কামনা করছি’ শচীন টেন্ডুলকার তাঁর টুইটারে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে লিখেছেন এ কথাগুলো। বাংলাদেশের মতো ভারতেও আজ রমজানের এক মাসের রোজা শেষে উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। টেন্ডুলকারের মতো বেশ কয়েকজন সাবেক ও বর্তমান ভারতীয় ক্রিকেট তারকা ঈদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। করোনার এই কালে ঈদের খুশি অনেকটাই যেন স্তিমিত। এর ওপর ভারতজুড়ে চলছে করোনার ভয়াবহতা। প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন এ ভাইরাসে।

ভারতীয় ক্রিকেট তারকাদের ঈদ শুভেচ্ছায় করোনার ব্যাপারটি উঠে আসছে। তাঁরা সবাই ঈদের আনন্দ যতটা সম্ভব বাড়িতে বসে, স্বাস্থ্যবিধি মেনে উদ্‌যাপন করার আহ্বান জানিয়েছেন। টেন্ডুলকারের পাশাপাশি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, সাবেক তারকা সুরেশ রায়না, ঋষভ পন্ত, মোহাম্মদ শামি, শিখর ধাওয়ান—সবার শুভেচ্ছাতেই বার্তা থাকছে নিরাপদে উদ্‌যাপনের।

কোহলি তাঁর টুইটে বলেছেন, ‘অভূতপূর্ব একটা সময়ে এবারের ঈদ এসেছে। এই ঈদ সবার জন্য ভালোবাসা আর আনন্দ বয়ে নিয়ে আসুক। ঈদ মোবারক। নিরাপদে থাকুন।’

ভারতীয় পেসার মোহাম্মদ শামির প্রার্থনা, ‘আল্লাহ আমাদের সবার ভালো কাজগুলোকে গ্রহণ করে নিন। আমরা যে সীমালঙ্ঘন করি, সেগুলো মাফ করে দিন। সারা দুনিয়ার সব মানুষের সবার দুর্ভোগ লাঘব করুন। আপনাদের সবাইকে ও পরিবারের সব সদস্যকে ঈদ মোবারক।’

সুরেশ রায়নার কামনা, ‘এবারের ঈদ যেন দুনিয়া থেকে সব রোগ-জরাকে দূর করে দেয়, এই আনন্দঘন দিনে সবার সুখ-সমৃদ্ধি কামনা করছি। ঈদ উৎসব বয়ে নিয়ে আসুক সুস্বাস্থ্য ও ইতিবাচকতা সর্বত্র। নিরাপদে থাকুন, ঈদের দিনটা কাটান পরিবারের ভালোবাসার মানুষগুলোর সঙ্গে।’

ঋষভ পন্ত ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সবাই বাড়ির ভেতরে থেকে দিনটা পরিবারের মানুষের সঙ্গে উপভোগ করুন।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত