লৌহজং ২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন
প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ১৯:৪৭ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে লৌহজং উপজেলা প্রশাসন, লৌহজং উপজেলা আ’মীলীগ ও লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলন ও আলোচনা সভার আয়োজন করেন লৌহজং মুক্তিযোদ্বা ভবনের সামনে। সন্ধ্যা ৭ টায় মোমবাতি প্রজ্জলন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবীর, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. রাসেদুজ্জামন, লৌহজং থানার অফিসার ইনচার্জ মো. আলমঙ্গীর হোসাইন, লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাক্ষ মো. মোজাম্মেল হক, উপজেলা আ;মীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার, মো. রফিকুল ইসলাম ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোপাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোসাম্মৎ সাজেদা সরকার, পল্লীবিদ্যুতের ডিজিএম মো. সাইদুর রহমান, মো. রুহুল আমিন মোড়ল, এইচ এম আজিজুল হক, মো. মিজানুর রহমান মোল্লা, মো.আবু নাসের রতন, মো. জুয়েল ঢালী, মো. অনয় হাসান বেপারী, মো. সাজিদ খান সঞ্জয় প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত