লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  শেখ সাইদুর রহমান টুটুল

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৫ |  আপডেট  : ২৯ ডিসেম্বর ২০২৪, ২১:৩১

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের নবীনবরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে বিদ্যালয়ের অডিটরিয়ামে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও এফবিসি আইয়ের পরিচালক বি.এম শোয়েব সিআইপি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীপেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোপাজ্জল হোসেন তপন, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. রফিকুল ইসলাম মোল্লা, সাবেক শিক্ষক মো. মনির হোসেন মোড়ল, বিদ্যালয়ের স্বেচ্ছাসেবক পরিচালনা পরিষদের সাবেক সদস্য শেখ সাইদুর রহমান টুটুল, উপজেলা লীগের সভাপতি মো মাসুম আহাম্মেদ পিন্টু, শিক্ষক মো. রফিকুল ইসলাম, মো. আনিছুর রহমান, মো. আফজাল হোসেন, মো. মিজানুর রহমান, মো. মিজানুর রহমান দিপু, মো. স্বপন শেখ, মো. আলী আকবর শেখ, মো. আমিরূল ইসলাম মেম্বার, মো. মিঠু প্রমুখ ।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত