লৌহজং উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ায় আলোচিত নিপু ফকির

  মিজানুর রহমান ঝিলু

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ১১:৪৯ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৫

গত উপজেলা পরিষদ নির্বাচনে ৬২টি কেন্দ্রের মধ্যে ৪৮টিতে এগিয়ে থেকেও বিজয়ী হতে পারেননি আবু ফয়সাল নিপু ফকির। অনেকেই মনে করেন, সে নির্বাচনে নিপু ফকিরকে বাকি কেন্দ্রগুলোতে বেশি ভোটের ব্যবধান দেখিয়ে ফেল করানো হয়েছিল। তখন বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী ওসমান গণি তালুকদার। তিনবারের বিজয়ী উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার এবার বয়সজনিত কারণে প্রার্থী হননি। কিন্তু প্রায় দেড় মাস আগে উপজেলার নানা প্রান্তে ছবিসহ পোস্টার সাঁটিয়ে ভোটারদের সমর্থন ও দোয়া চেয়েছেন নিপু ফকির। এমনকি এক সপ্তাহ আগেও অনেকের কাছে গিয়েছেন তিনি। 

রবিবার ছিল মনোনয়নপত্র কেনার শেষ দিন। সেদিন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আবদুল হামিদ ফকিরের সন্তান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল নিপু ফকির মনোনয়ন না কেনায় অনেকেই অবাক হয়েছেন। শক্ত প্রতিদ্বন্দী হওয়া সত্ত্বেও কেন শেষ মূহুর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন- এ নিয়ে সাধারণ ভোটারদের মাঝে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে। কেউ বলছেন, উপজেলা আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারি হামিদ ফকিরের সন্তান হওয়ায় সে বছর অনেকের সহানুভুতি পেয়েছিলেন নিপু। তাছাড়া আওয়ামী লীগের প্রার্থী ওসমান গণি তালুকদারের নৌকা প্রতীকের বিরুদ্ধে সে সময় বিএনপির ভোটও পান নিপু। কেউবা বলছেন, এ বছর উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক বিএম শোয়েব একে-অপরের বিরুদ্ধে লড়ছেন, দুজনেই প্রভাবশালী। এ দুই প্রভাবশালী প্রার্থীর দাপটের কাছে নতি স্বীকার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নিপু ফকির। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত