লৌহজং উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন 

  লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ

প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ১৬:৪৬ |  আপডেট  : ৯ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭

মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপক সাগুফতা ইয়াসনি এমিলি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ বাস্তবে রূপ নিয়েছে, স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তীতে বাঙ্গালী জাতি হিসেবে আমরা আজ গর্বিত। পরবর্তী প্রজন্মের কাছে আমরা আজ এই ৩০ লক্ষ্য শহীদের রক্ত আর দু’লক্ষ মা’বোনের সম্ভ্রমের বিনীময়ে অর্জিত স্বাধীনতাকে আমানত হিসেবে রেখে গেলাম । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ আজ জননেএী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ আজ বিশ্বের কাছে মাথা উচু করে দাড়িয়েছে সোনার বাংলা হিসেবে। 

শনিবার লৌহজং সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে লৌহজং উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বঙ্গন্ধুর আলোক চিএ প্রদর্শনীর তিন দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

আলোচনা সভায় লৌহজং উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. সিরাজুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদারের স ালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্বা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (অর্থ) বীর মুক্তিযোদ্বা আবুল বাসার, জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মুন্সি দেলোয়ার, উপজেলা আ’মীলীগের যুগ্ম সম্পাদক বি.এম শোয়েব, মো. আনোয়ার হোসেন, মো. মেহেদি হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোপাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য আলহাজ্জ মো. মজিবুর রহমান, মো. জাকির হোসেন বেপারী, মো. আমিনূল ইসলাম সাগর ফকির, মো. আশরাফ হোসেন খান, মো. আবুল কালাম আজাদ, মো. ফারুক ইকবাল মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, মো. আলমঙ্গীর কবীর খান, মো. শাহজাহান খান সাজু, শেখ তোফাজ্জল হোসেন, মো. আমির হোসেন তালুকদার, মো. লুৎফর রহমান তালুকদার,  মোহাম্মদ আলী শেখ, মো. মতুর্জা খান, মো. কামরুজ্জামন অরুন,  মো. মিজানুর রহমান মোল্লা, মো. আবু নাসের রতন, মো. সেলিম দেওয়ান, মো. ফিরোজ মোল্লা, শেখ মো. জামান, মো. হামিদুর রহমান জুয়েল, মো. শফিকুল ইসলাম মাদবর,  মো. শামীম আলম, মো. ফরহাদ হোসেন ইমন, অনয় হাসান বেপারী প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত