লৌহজং ইউএনও’র মোবাইল ক্লোন চাঁদা দাবী করা হচ্ছে
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৪ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:১৩
মুন্সীগঞ্জের লৌহজংয়ের উপজেলা নির্বাহি কর্মকর্তার সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে অর্থ দাবী করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন লৌহজং মুন্সীগঞ্জ এর ফেসবুক পেইজে এমন তথ্য উল্লেখ করে এসব কর্মকান্ডে বিভ্রান্ত হয়ে কোন অর্থ লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার থেকে লৌহজংয়ের উপজেলা নির্বাহি কর্মকর্তা আব্দুল আউয়ালের সরকারি মোবাইল নাম্বারটি (০১৭৬২৬৮৭২৫৯) ক্লোন করা হয়েছে বলে সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে কর্মরত মো কালাম হোসেন।
শুক্রবার বিকেলে এ অপতৎপরতার বিষয়টি বুঝতে পেরে গ্রামীন ফোন কাস্টমার কেয়ার সেন্টারকে অবহিত করে রাতে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) লৌহজং থানায় জিডি করার পক্রিয়া গ্রহন করেছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এর আগে ২০১৮ সালের ১০ ডিসেম্বর লৌহজংয়ের উপজেলা নির্বাহি কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসারের মোবাইল নাম্বার ক্লোন করে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে ৬ হাজার টাকা করে চাদাঁ দাবী করেছিল দুর্বৃত্তরা।
লৌহজং উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে বিষয়টি জেনে গ্রামীনফোনের কাস্টমার কেয়ারে যোগাযোগ করা হয়। সেখান থেকে ইউএনও’র ব্যবহার করা মোবাইল ফোনটি বন্ধ রাখতে বলা হয়। এ ঘটনায় লৌহজং থানায় জিডি রুজু করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
লৌহজং থানার ওসি মো. আলমগীর হোসাইন জানান, এ ঘটনা এখনও থানা পুলিশকে জানানো হয়নি। তবে প্রশাসন থেকে জিডি রুজুর করা হলে তদন্তে নামবে পুলিশ এবং প্রশাসনের মোবাইল নাম্বার ক্লোন করার ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত