লৌহজংয়ে ”চেতনার বাতিঘর বঙ্গবন্ধু” স্মরণিকার মোড়ক উন্মোচন
প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১৬:৩৭ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২২:২২
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় একটি স্মরণিকা প্রকাশ করেন। ১৭ মার্চ বুধবার লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ’চেতনার বাতিঘর বঙ্গবন্ধু” স্মরণিকাটির মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’মীলীগের যুগ্ম সম্পাদক ও লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বি.এম মোয়েব সিআইপি। বক্তব্য রাখেন, উপজেলা আ.মীলীগের যুগ্ম সম্পাদক শেখ মো. আনোয়ার হোসেন, মো. মনির হোসেন মাষ্ঠার, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মোল্লা, মো. মিজানুর রহমান মোল্লা, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য শেখ সাইদুর রহমান টুটুল, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মো. মারফত আলী, মো. স্বপন, প্রধান শিক্ষক শ্রী নিপেন্দ্র চন্দ্র, শিক্ষক ছালমা পারভেজ, মো. রফিকুল ইসলাম, মো. ফরহাদ হোসেন, মো. আনিসুর রহমান, সাবেক ছাএলীগ সভাপতি মো. মাসুম আহাম্মেদ পিন্টু, মো. আরিফ হোসেন খান বাবু প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত