লৌহজংয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ আরো দু'টি সংগঠনের আহবায়ক পরিষদ গঠিত
প্রকাশ: ৮ অক্টোবর ২০২১, ২১:৩৮ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২৩:৪০
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা হলদিয়া - কার পাশা সার্বজনীন পূজা সংসদের নাট মন্দিরে আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট অজয় চক্রবর্তী, বাবু গনেষ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুব ঐক্য পরিষদের কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ সভাপতি শ্রী বলরাম বাহাদুর উপস্থিত ছিলেন।
শিমুল কুমার দে সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এড. সনজিব মন্ডল, পলাশ কুমার দে, শিবু শীল, হলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য বাবু লক্ষ্মণ সরকার, বিজয় চন্দ্র দাস,প্রমুখ। এ ছাড়া ও সভায় উপস্থিত ছিলেন কনকসার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অধীর দাস, উত্তম ঘোষ অরবিন্দু বিশ্বাস বিন্দু, বাবুল ঘোষ, কৃষ্ণ ঘোষ, দীপক বিশ্বাস সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভায় লৌহজং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অলক কুমার মিত্র, সদস্য সচিব এ্যাডভোকেট সনজিব মন্ডল মনোনীত করা হয়। এ ছাড়া লৌহজং যুব ঐক্য পরিষদের আহবায়ক হিসাবে শিবু শীল ও সদস্য সচীব হিসাবে শিমুল কুমার দে ও ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক হিসাবে শ্রী চকম দাসকে মনোনীত করা হয়। সভায় সংগঠন সমুহের গঠনতন্ত্র মোতাবেক পুজার পরে তিনটি সংগঠনের ইউনিয়ন কমিটি গঠন ও সম্মেলন করে পূনাঙ্গ কমিটি গঠনের সিন্ধান্ত হয়। এর আগে লৌহজং উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। জেলা ঐক্যপরিষদের সভাপতি এডভোকেট অজয় চক্রবর্তী সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত