লৌহজংয়ে হানাদার মুক্ত দিবস পালন

   লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ১৮:৫৬ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ০৩:০২

১৯৭১ সালের ১৪ নভেম্বরের এই দিনে লৌহজং থানা হানাদার মুক্ত হয়ে ছিলো। বীর মুক্তিযোদ্ধোরা সেদিন সম্মুখ যুদ্ধের মাধ্যমে এই লৌহজং থানা থেকে হানাদার বাহিনীকে হটিয়ে দিয়ে লৌহজং থানাকে হানাদার মুক্ত করেন। তাই ১৪ নভেম্বর লৌহজং থানা হানাদার মুক্ত দিবস হিসেবে পালন করা হয়। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধো সংসদ লৌহজং উপজেলা কমান্ড কতৃক আয়োজিত হানাদার মুক্ত দিবস উপলক্ষে রোববার লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধো সংসদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি লৌহজংয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে লৌহজং মুক্তিযোদ্ধো সংসদে এসে শেষ হয়। র‌্যালি শেষে মুক্তিযোদ্ধো সংসদে আরোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধো সংসদ লৌহজং উপজেলা কমান্ডের কমান্ডার মো. মাহাবুব উল আলমের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার মো. মহিউদ্দিন বাবুল মুন্সির পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধো অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধো সংসদের ভার প্রাপ্ত কমান্ডার উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল আউয়াল,  বাংলাদেশ মুক্তিযোদ্ধো সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহ সচিব (অর্থ) বীর মুক্তিযোদ্ধো আলহাজ্জ মো. আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধো মো. এনামুল হক চৌধুরী খসরু, বীর মুক্তিযোদ্ধো মো. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্বা এস.এম ইসাহাক, বীর মুক্তিযোদ্ধো ড.মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধো মো. শাহানুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধো মো. দিদার হোসেন, লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধো সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক মো. আব্দুর রশিদ প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত