লৌহজংয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসদের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ২০:৪৮ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১১:৫৯

মুন্সীগঞ্জের লৌহজংয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা বের করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদারের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু করে  লৌহজং থানা ভবন হয়ে লৌহজং প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
         
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. সফিউল্লাহ, বেজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহম্মেদ মোল্লা, কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুুুুৎফর রহমান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামিম মোড়ল, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রঞ্জু মোল্লা, উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য রিয়াদ ঢালী বাবুসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত