লৌহজংয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালন

  লৌহজং থেকে মানিক মিয়া

প্রকাশ: ৩১ মে ২০২৩, ১০:৪৬ |  আপডেট  : ২১ জানুয়ারি ২০২৫, ১৬:০৯

মুন্সিগঞ্জের লৌহজংয়ে  সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান খানের বাস ভবন প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

আলোচনা সভায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মজীবনীর সম্পর্কে বক্তব্য রাখেন বক্তারা। আলোচনা সভা শেষে আছরের নামাজ শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায়  সাবেক জিয়াউর রহমানসহ জিয়া পরিবার ও সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত হয়। সেই সাথে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগ উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান খানের সভাপতিত্বে ও সদস্য আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, ওমর ফারুক অবাক, মোয়াজ্জেম হোসেন মাঝি, কামাল ঢালী, বাদল হাওলাদার, সাগর বেপারী, আরিফুজ্জামান লাবলু, শাহ আলম শিকদার, মুক্তার খান, ওমর ফারুক রাসেল, আক্তার হোসেন, শান্ত পাঠান, আবু তাহের মৃধা, মহসিন মোড়ল, লিটন ঢালী, ইলিয়াস শেখ, সেকান্দর খান বাবু, আরমান হোসেন পান্নু খান, ফিরোজ আলম মিয়া, শাহজাহান বোপরী, নজরুল ইসলাম, দেওয়ান আল আমীন, শহিদুল ইসলাম শহীদ, ফারুক ঢালী, রানা হোসেন রনি, জহির আমিন দেওয়ান, আব্দুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত