লৌহজংয়ে শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ 

  লৌহজং থেকে মিজানুর রহমান ঝিল্লু

প্রকাশ: ২৩ মে ২০২৩, ২০:২৪ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৪৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের হত্যার হুমকির ঘটনায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে নিন্দা, প্রতিবাদ ও সমাবেশ হয়েছে। 

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ মঙ্গলবার বিকেলে ঘোড়দৌড় বাজারে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সরকারি লৌহজং কলেজ মাঠ পর্যন্ত গিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। 

মিছিলে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। এ ছাড়া মিছিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার তোফাজ্জল হোসেন তপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, শেখ মো. আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিক্ষোভ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি তালুকদার। সেখানে জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য জাকির হোসেন বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহমেদ পিন্টু, কনকসার ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক নুরনবী বেপারী প্রমুখ বক্তব্য রাখেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত