লৌহজংয়ে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১৮:২৬ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ২৩:৪৩
আবারো শুরু হলো শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে পরিক্ষামুলক ফেরী চলাচল। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ৭ টি ছোট যানবাহন ও ২৫ টি মটোরসাইকেল নিয়ে কুঞ্জলতা নামের একটি কেটাইপ ফেরী বিআইডব্লিউটিসি ,বিআইডব্লিউটিএ,সেতু কতৃপক্ষ ও সেনা বাহিনীর যৌথ টিম নিয়ে পরিক্ষামুলক ভাবে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
আর এটি সফল ভাবে আশা যাওয়া করতে পাড়লে কাল থেকে সিমিত পরিসরে ও ছোট যানবাহন নিয়ে এ নৌ-রুটে ফেরী চলাচল করবে বলে ফেরী কতৃপক্ষ জানান। এর আগে পর পর কয়েক দফায় পদ্মা সেতুর পিলারের সাথে ফেরী ধাক্কা লাগার ঘটনায় ও পদ্মায় প্রচন্ড স্রোত বেড়ে যাওয়ায় পদ্মা সেতুর নিরাপত্তা স্বার্থে এ নৌ-রুটে টানা ৪৮ দিন ফেরী চলাচল বন্ধ থাকে।তবে মাঝে এক সপ্তাহ সীমিত পরিসরে শুধুমাত্র হালকা যানবাহন নিয়ে এ নৌ-রুটে ফেরী চালু করা হলেও পদ্মায় স্রোত বেড়ে যাওয়ায় সেটিও বন্ধ হয়ে যায়।ফলে নানা দূর্ভোগ ও ভোগান্তিতে পরেন এ নৌ-রুটে চলাচলকারীরা।
বিআইডব্লিউটিসির ডিজিএম মেরিন আব্দুস সোবহান জানান আমরা একটি কেটাইপ ফেরী দিয়ে পরিক্ষামূলক ভাবে ফেরী চালিয়েছি।এর পরে সকলে মিলে আলাপ অলোচনা করে সিন্ধান্ত নেওয়া হবে। শুধুমাত্র দিনের বেলায় লঞ্চ ও স্পিডবোট চলাচল করছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত