লৌহজংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণ
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ১০:৩৯ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৫:০২
মুন্সীগঞ্জের লৌহজংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রায় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ফুলেল শুভেচ্ছা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। স্থানীয় সাংসদ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের মানুষ এ শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে বিকাল ৪টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লে·ে উপজেলা প্রশাসক ও মুক্তিযুদ্ধ সংসদ কমান্ডের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৫টা ৪০ মিনিট থেকে ২০ মিনিটে মোমবাতি প্রজ্বলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়াল, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ, সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাননীম আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, সরকারি লৌহজং কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, লৌহজং থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান, পদ্মা সেতু উত্তর থানার ওসি মো. আলমগীর হোসাইন, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, উপজেলার মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার, সমাজ সেবক কর্মকর্তা আব্দুস সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা সঞ্জয় ঘোষ মিটু প্রমুখ।
উপজেলার বীর মুক্তিযোদ্ধের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সী, বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম বাহার, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম, বীর মুক্তিযোদ্ধা দুলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা এসএম সামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন বাদল প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত