লৌহজংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে ডাকা হয়নি মুক্তিযোদ্ধাদের
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:২৬ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:০৯
শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে এবার লৌহজংয়ে মুক্তিযোদ্ধাদের ডাকা হয়নি। দিবসটি উপলক্ষে আজ (শনিবার) উপজেলা প্রশাসন, লৌহজং থানা পুলিশ ও পদ্মা সেতু উত্তর থানা পুলিশের পক্ষ থেকে গোয়ালীমান্দ্রা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। কিন্তু এ বছর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে স্থানীয় মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়নি। এ ঘটনায় মুক্তিযোদ্ধারা উপজেলা প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডো ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সী জানান, প্রতি বছর শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সবাই যেতে না পারলেও মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিরা উপস্থিত থাকেন। কিন্তু এবার উপজেলা প্রশাসন তাঁদের ডাকেননি। বীর মুক্তিযোদ্ধা সেকান্দর আলী বাদল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মাহবুব-উল-আলম বাহার ও বীর মুক্তিযোদ্ধা দিদার হোসেন একই অভিমত দিয়েছেন।
এ বিষয়ে ইউএনও মো. জাকির হোসেন বলেন, মুক্তিযোদ্ধারা সাধারণত এ দিবসটিতে স্মৃতিসৌধে যান না। তা ছাড়া প্রচণ্ড শীতের কারণে এত সকালে তাঁদের নিয়ে শ্রদ্ধা জানানো সম্ভব হয়নি।
গ্রামনগরবার্তা/কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত