লৌহজংয়ে রাতের আধারে চুরি করে ব্যাংকের কাছে দ্বায়বদ্ধ ফসলি জমির মাটি বিক্রি

  শেখ সাইদুর রহমনি টুটুল

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৫ |  আপডেট  : ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:৩১

গত দুই মাস যাবত লৌহজংয়ের বৌলতলী ইউনিয়নের মাইজগাঁও গ্রামের বাসিন্দা নূরে আলম ওরফে রাজু সারেং আইনের তোয়াক্কা না করে নিজের প্রায় দেড় একর কৃষি জমির মাটি রাতের আধারে চুরি করে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে ।

এলাকাবাসির সুত্রে জানা যায়, এই জমিটি সোস্যাল ইসলামী ব্যাংক লায়ন টাওয়ার ইসলমাপুর শাখায় মর্গেজ রাখা হয়েছে। তাই ব্যাংক কর্তৃপক্ষকে না জানিয়ে রাতের আধারে জমির মাটি বিক্রি করছে জমির মালিক নূরে আলম সারেং । জানা যায়, এর আগে তার অপর আরেকটি কৃষি জমি ভরাট করতে গিয়ে সরকারী রাস্তার কালবার্ড ভরাট করে ফেলে
খবর পেয়ে লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ঘটনা স্থলে উপস্থিত হলে নূরে আলম ও তার লোকজন মাটি সরিয়ে পানি নিস্কাশনের জন্য কালবার্ডটি পানি চলাচলের ব্যবস্থা করে দেন। তার ওই কৃষি জমি ভরাট শেষে এখন একই এলাকায় মাইজগাঁও গ্রামের ফকির বাড়ি এলাকায় একটি বড় পুকুর ভরাটের চুক্তি নেয় । এলাকাবাসি ও ড্রেজিং করা কৃষি জমির আশপাশের থাকা জমির মালিকদের অভিযোগ নূরে আলম গত দুই মাস যাবত তার জমি ড্রেজিং করে অন্যএ মাটি বিক্রি করছে। এতে গভীর ভাবে কৃষি জমিটি ড্রেজিং করার কারনে আশপাশে থাকা বেশ কয়েকটি ফসলি জমিতে ফাটল দেখা দিয়েছে যে কোন সময় ভেঙ্গে পরার আশংকা রয়েছে । 

এই বিষয়ে বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় কৃষি জমিটিতে ড্রেজিংয়ের কাজ চলছে মিনি ড্রেজার দিয়ে। এতে আশপাশের কৃষি জমি গুলো বেশ ঝুকিতে রয়েছে । এ ছারাও কৃষি জমির উপর দিয়ে ফসল নষ্ঠ করে ড্রেজারের পাইপ নেয়া হয়েছে অনেকটা জোর খাটিয়ে ও প্রভাব দেখিয়ে প্রায় দেড় কিলোমিটার দুর পর্যন্ত। এই বিষয়ে জমির মালিক নূরে আলমের কাছে কৃষি জমি ভরাট ও মাটি বিক্রি করা নিষেধ বিষয়টি জানতে চাইলে তিনি জানান, আমার নিজের একটি জমি ভরাট করার জন্য জমিটি কেটেছি এখন মাটি ভরাট শেষ হওয়ায় কাটা বন্ধ রাখা হয়েছে। আর জমিটি ব্যাংকের কাছে দ্বায়বব্দ বিষয়টি জানতে চাইলে তিনি বলেন ব্যাংকের সাথে আমার লেনদেন রয়েছে এই বিষয়টা আলাদা আমি ব্যাংক কতৃপক্ষকে জানিয়েই মাটি কাটছি। 

এদিকে কৃষি জমির মাটি কাটার বিষয়ে লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ইলিয়াস শিকদারের সাথে কথা হলে তিনি জানান, প্রথমত কৃষি জমি ভরাট ও কাটা সম্পূর্ণ নিষেধ অপর দিকে জমিটি যেহেতু একটি ব্যাংকের কাছে মর্গেজ এর মাটি কেটে অন্যত্র বিক্রি করা কোন ভাবেই সম্ভব নয়। এই বিষয়ে আমি দেখছি এবং দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত