লৌহজংয়ে রাজিয়া-খলিলুর রহমান ফাউন্ডেশনের অক্সিজেন কনসেনট্রেশান মেশিন বিতরণ

  মো. মানিক মিয়া, লৌহজং হতে

প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ১৯:২২ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮

মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজিয়া খলিলুর রহমান ফাউন্ডেশন অক্সিজেন কনসেনট্রেশান মেসিন বিতরণ করেছেন। 

রাজিয়া খলিলুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে চারটি অক্সিজেন কনসেনট্রেশান মেসিন ও দুই হাজার পিস সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়। আজ মঙ্গলবার  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নূর-এ-আলম খানের হাতে এ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এ্যাবা গ্রুপের ম্যানিজিং ডিরেক্টর (এমডি) জিল্লুর রহমান মৃধা রিপন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, জেলা পরিষদের সাবেক সদস্য আক্তার হোসেন খান লাবু, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান হান্নান, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক পাভেল সাহবুদ্দিন, কুমার ভোগইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণসম্পাদক আবুল বাসার খান, আওয়ামীলীগ নেতা তৌফিক বুলেট, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক নাসির খান।   

হলদিয়া ইউপি সদস্য  লক্ষণ সরকার, আবুল হোসেন মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লিংকন হাওলাদার, লৌহজং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুক রাজিব প্রমুখ।

এছাড়াও আজ মসদগাও নিবাসী প্রকৌশলী মো. নজরুল ইসলাম (মানিক) ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।
  
উল্লেখ্য ইতিপূর্বে  গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান ২টি অক্সিজেন কনসেনট্রেশান  মেশিন  প্রদান করেন।

এ পর্যন্ত এ হাসপাতালে  সরকার কর্তৃক ২টি ও  আজ চারটি সহ বেসরকারি পর্যায়ে ৬টি মোট ৮ টি মেশিন রয়েছে।   এলাকাবাসী এখন হাসপাতাল কতৃপক্ষের সহযোগিতা আর সেবার মনভাব প্রত্যাশা করে। সেই সাথে এ্যবার ব্যবস্হাপনা পরিচালক  জিল্লুর রহমান মৃধা, প্রকৌশলী নজরুল ইসলাম মানিক, গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান কে সাধুবাদ জানিয়েছেন। এলাকার জনগন এই সব সম্পদের সদব্যবহার ও রক্ষনা বেক্ষন জরুরী বলে তারা মনে করেন।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত