লৌহজংয়ে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন 

  মিজানুর রহমান ঝিলু 

প্রকাশ: ২৬ মে ২০২৪, ১২:৩২ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২

মুন্সীগঞ্জের লৌহজংয়ে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মশদগাঁও গ্রামে অবস্থিত নবনির্মিত লুৎফা-লতিফ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নীলা হোসনে আরার সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সী, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মূনীর হোসেন মোড়ল, অধ্যাপক হাসিনুল আলম শহীদ। স্বাগত বক্তব্য দেন এবং সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সদানন্দ বিশ্বাস। আলোচনা শেষে নীলা হোসনে আরা শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করেন।

সবশেষে  অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সাংস্কৃতিক দল সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত