লৌহজংয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ১৯:৩৮ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:৪২
'সঙ্কটে-সংগ্রামে-মানবিকতায় যুবলীগ' স্লোগান সামনে রেখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগ। বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলমগীর কবির খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, উপজেলা যুবলীগের সহসভাপতি সেলিম আহমেদ মোড়ল, মিন্টু ফকির, যুগ্ম-সম্পাদক হুমায়ুন কবির খোকা মৃধা, মো. মর্তুজা খান ও বাদশা আলম খান, সাংগঠনিক সম্পাদক শেখ মো. মুক্তার, শফিকুল ইসলাম মাদবর, সাজিদ খান সঞ্জয়, সহ সম্পাদক রাসেল আলম রাজু, প্রচার সম্পাদক শেখ মামুন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. রুবেল খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোলায়মান খান রাজু, মহিলা বিষয়ক সম্পাদক শাহানা নাসরিন, কার্যকরী সদস্য নিজামউদ্দিন জুয়েল, শাওন পাঠান, ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দের মধ্যে কুমারভোগের সভাপতি কামাল হাওলাদার, লৌহজং-তেউটিয়ার সভাপতি রঞ্জু মোল্লা, হলদিয়ার সভাপতি আরিফ খান বাবু, বেজগাঁওয়ের নাসির তালুকদার, কনকসারের সভাপতি টয়েস বেপারী, সহসভাপতি শামিম মোড়ল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম প্রমুখ। বক্তারা উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ থেকে আসন্ন ইউপি নির্বাচনে যোগ্য কর্মীকে চেয়ারম্যান কিংবা সদস্য প্রার্থী করার জন্য উপজেলা আওয়ামী লীগের কমিটির প্রতি অনুরোধ জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত