লৌহজংয়ে যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মণির জন্মবার্ষিকী পালিত
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২১, ০৯:৩৫ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১১:৩৫
লৌহজংয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ শেখ ফজলুল হক মণির ৮৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শনিবার বিকেলে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি মো. আলমগীর কবির খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান খান সাজুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খোকা মৃধা, যুগ্ম সম্পাদক মর্তুজা খান , সাংগঠনিক সম্পাদক সাজিদ খান সঞ্জয়, প্রচার সম্পাদক রইস আহম্মদ রনজু , ক্রীড়া সম্পাদক ফজল হোসেন দপ্তরী, তত্ত্ব ও গবেষণা সম্পাদক সোলায়মান খান রাজু, উপদপ্তর সম্পাদক রাশেদ আলী আকন, সহসম্পাদক উজ্জ্বল বেপারী, সহসম্পাদক রাসেল আলম রাজু, সদস্য গিয়াস বেপারী, সদস্য রিয়াদ বাবু, হলদিয়া ইউনিয়নের সভাপতি আরিফ খান বাবু, কনকসার ইউনিয়নের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টয়েস বেপারী, বেজগাঁও ইউনিয়ন সাধারণ সম্পাদক একে এম ইদ্রিস আলী, কনকসার ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম, আশিক, মানিক, শাহিন কাদির আরো অনেকে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত