লৌহজংয়ে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ২১:২৬ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:০১
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মশদগাঁও অর্নিবাণ যুব সংঘের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকাল ৪টায় মশদগাঁও সোসাইটি মাঠে দেওয়ান কান্দি ঐক্য সংঘের সঙ্গে তেউটিয়া পদ্মা নবীন সংঘের খেলার মধ্যে দিয়ে এই টুর্নামেন্ট উদ্বোধন উদনোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার।
মশদগাঁও অর্নিবাণ যুব সংঘের সভাপতি মো. তুহিন বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ আকনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং সরকারি কলেজের সাবেক ভিপি জাকির হোসেন বেপারী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মনির হোসেন মোড়ল, কনকসার ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বর্তমান চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল, মিজানুর রহমান মোল্লা, মাসুম আহমেদ পিন্টু, ইউপি সদস্য সোহেল ফকির প্রমুখ।
উদ্বোধনী খেলায় দেওয়ান কান্দি ঐক্য সংঘ ও তেউটিয়া পদ্মা নবীন সংঘের মধ্যে ১-১ গোলে ড্র হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত