লৌহজংয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি
প্রকাশ: ২৮ মে ২০২৩, ১২:২৮ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ২১:২৫
মাদক ব্যবসা ও সেবন থেকে বিরত না হলে মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল তায়াবীর।
শনিবার দুপুরে মাদকের আখড়া হিসেবে পরিচিত উপজেলার গোয়ালীমান্দ্রা হাটে বিট পুলিশিং সভায় তিনি বলেন, এর আগে এখানে অভিযান চালাতে এসে পুলিশ সদস্যরা বেশ কয়েকবার মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। সরকার আমাকে হাত কড়া দিয়েছে চুড়ি হিসেবে ব্যবহার করতে নয়, এখন থেকে আমার বাহিনীকে মাদক অভিযানে যদি বাধা দেয়া হয় তাহলে আমি সেই হাতকড়া আইন অনুযায়ী ব্যবহার করব।
লৌহজং থানা আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে ওসি তায়াবীর আরে বলেন, মুন্সীগঞ্জের সবচেয়ে বড়ো মাদকের আখড়া হিসেবে গোয়ালীমান্দ্রা বেদেপল্লি দুর্নাম কুড়িয়েছে। তিনি মাদক কারবারিদের আত্মসমর্পণের আহ্বান জানান। তারা মাদক ছেড়ে অন্য পেশায় আসতে চাইলে তিনি তাদের সহযোগিতার আশ্বাস দেন। সভায় অন্যদের মধ্যে লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, ইউপি সদস্য জাহানারা বেগম, বেদে সর্দার আবদুল মান্নান চৌধুরী, আবদুল আজিজ প্রমুখ বক্তব্য দেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত