লৌহজংয়ে মাওয়া পদ্মা নদী থেকে ২০ ব্যাড়ল ডিজেল আটক

  লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১৯:১৯ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:০৯

বৃহস্পতিবার বিকেলে লৌহজংয়ের মাওয়া পুরাতন ঘাট এলাকায় পদ্মা নদী থেকে ২০ ব্যাড়ল ডিজেল তেল  বহনকারী একটি ট্রলার মাঝি সহ আটক করেছে মাওয়া কোস্টঘাট। 

জানাযায় বৃহস্পতিবার বিকেলে মাওয়া পুরাতন ঘাট এলাকা পদ্মা নদী থেকে আটক কৃত এই ডিজেল তেল বাহী ট্রলারটি কাঠালবাড়ী থেকে ২০ ব্যাড়ল ডিজেল নিয়ে মাওয়ার উদ্যোশ্যে আসে। মাওয়া কোস্টঘাট তেলবাহী ট্রলার ও ২০ ব্যাড়ল ডিজেল সহ মাওয়া নৌপুলিশের কাছে হস্থান্তর করেন। 

মাওয়া নৌপুলিশের আইসি মো. সিরাজুল কবীর ২০ ব্যাড়ল ডিজেল তেল সহ ট্রলার ও মাঝি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন  বিকেল ৪ টায় মাওয়া কোস্টঘাট কাঠালবাড়ী থেকে ট্রলারে করে  মাওয়ায় আসা  ২০ ব্যাড়ল ডিজেল আটক করেছে । আটক কৃত ডিজেল ও ট্রলার এবং মাঝি নৌপুলিশের জিম্মায় রয়েছে মামলার কার্যক্রম চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত