লৌহজংয়ে বৌলতলী ইউপি ২০২২-২৩ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা 

  সোহেল রানা, লৌহজং প্রতিনিধি  

প্রকাশ: ২৯ মে ২০২২, ২০:১৭ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১৮:০৫

মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রবিবার দুপুর ১২ টায় বৌলতলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল  আউয়াল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো:আব্দুর শিকদার। 

বৌলতলী ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল  মালেক শিকদারের সভাপতিত্বে এবং  ইউপি সচিব মোঃ ইদ্রিস আলী শেখের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওলাদ হোসেন তালুকদার, সাবেক মেম্বার পলাশ,বশির দেওয়ান, সেলিনা মোড়ল, রফিকুল ইসলাম মৃধা,প্যানেল চেয়ারম্যান হযরত আলী মির্জা,মো.পলাশ রাজ, মো. দেলোয়ার দেওয়ান ও স্বরাজ হাওলাদার মেম্বার ।এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল করিম শেখ, আঃ আউয়াল সারেং, শাহ্ আলম মোল্লা, মোক্তার হোসেন খান, শাহিনা আক্তার, হামিদা বেগম প্রমুখ। পরে ইউনিয়নের সকল ইউপি সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান হাজী আঃ মালেক শিকদার ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এতে  ৮৫ লক্ষ ২৯ হাজার ৫৯ টাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়।এসময় স্থানীয় সাংবাদিক অনেকেই উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত