লৌহজংয়ে বিষধর সাপের কামড়ে আহত যুবকের মৃত্যু

  মিজানুর রহমান ঝিলু

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৩, ১১:৩২ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ০২:০৪

লৌহজংয়ে অত্যন্ত বিষধর সাপ রাসেল ভাইপারের কামড়ে আহত বাবু শেখ (২৮) নামে এক যুবক মারা গেছেন। সে লৌহজং উপজেলার বেজগাঁও গ্রামের মোসলেম শেখের পুত্র। 

স্থানীয় সূত্র জানায়, বাবু ১ নভেম্বর সন্ধ্যায় পদ্মাপাড়ে বন্ধুদের সাথে বেড়াতে যায়। ফেরার পথে বেজগাঁও-গাওদিয়া সড়কে হঠাৎ সাপে দংশন করে বাবু শেখকে। বন্ধুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে সাপের ভ্যাকসিন না থাকায় বাবুকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চার দিন লাইফ সাপোর্টে থাকার পর রবিবার দিবাগত রাত দেড়টায় বাবু শেখ মারা যান। ডাক্তারি পরীক্ষায় দংশন করা সাপটি রাসেল ভাইপার বলে নিশ্চিত করা হয়। বাবু শেখের দুটি শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় লৌহজংয়ে পদ্মাপাড় সংলগ্ন গ্রামগুলোতে আতঙ্ক বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা যায়, ৪-৫ বছর ধরে লৌহজংয়ে রাসেল ভাইপারের বিস্তার ঘটেছে। এ সাপের কামড়ে অন্তত ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে। গত এপ্রিলে রাসেল ভাইপারের কামড়ে আহত একজন সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন। উপজেলার নানা স্থানে রাসেল ভাইপারের আনাগোনা দেখা যাচ্ছে। কয়েকজন প্রবীণ ব্যক্তি জানান, কয়েক বছর আগে নদীতে ঢলের পানির সাথে দেশের উত্তরাঞ্চল থেকে এ সাপ নেমে এসেছে। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত