লৌহজংয়ে বিনামূল্যে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজন

  মিজানুর রহমান ঝিলু

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৩, ১৮:৪১ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ০০:৫৬

মুন্সীগঞ্জের লৌহজংয়ে সহস্রাধিক নারীপুরুষ চোখের চিকিৎসা পেয়েছেন। শনিবার দিনব্যাপী  উপজেলার খড়িয়া মুক্তি সংঘ নামের সংগঠন এর আয়োজন করে। এদিন সকাল ১০ টার দিকে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য  সাগুফতা ইয়াসমিন এমিলি। এ উপলক্ষে খড়িয়া মুক্তি সংঘের সভাপতি মো. ফেরদৌস আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান খোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, সহ-সভাপতি নুর মোহাম্মদ খান, কুমারভোগ ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী নাছিমুল গণি, রফিকুল ইসলাম খান।

খড়িয়া মুক্তি সংঘের সভাপতি ফেরদৌস আলম খান বলেন, ১৯ বছরে আমাদের সংগঠনের উদ্যোগে ২০ হাজার রোগী চোখের চিকিৎসা পেয়েছেন। এবারও শতাধিক রোগীর চোখে লেন্স সংযোজন, তিন শতাধিক রোগীকে চশমা ও এক হাজার রোগীর মাঝে ওষুধ বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, আমাদের এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত