লৌহজংয়ে বিনামূল্যে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজন

  লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ১৬:০১ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ১৩:৪২

লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়নের খড়িয়া মুক্তি সংঘের উদ্যোগে ১৭ তম বিনামুল্যে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজন ক্যাম্পের আয়োজন করা হয় খড়িয়া মুক্তি সংঘের মাঠে। লৌহজং সহ পদ্মা পাড়ি দিয়ে জাজিরা, শরীয়তপুর, মাদারীপুর ও বৃত্তর ফরিদপুর থেকে আসা  প্রায় দেড় হাজার দরিদ্র রোগীকে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন মাজাহারুল হক বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল চাদপুর। 

বিনামূল্যে এই চক্ষু চিকিৎসার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি লৌহজং উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও  উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ ওসমান গনি তালুকদার। খড়িয়া মুক্তি সংঘের সভাপতি ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. ফেরদৌস আলম খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. সাইদুর রহমান খোকনের সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমারভোগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ খান, লৌহজং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বি.এম শোয়েব, মুন্সিগঞ্জ জেলা পরিষদ সদস্য মো. মেহেদি হাসান, কুমারভোগ ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার, হাজী আব্দুর সালাম বেপারী, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক খান নজরুল ইসলাম হান্নান প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত