লৌহজংয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে দুস্থ্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন

  লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২ এপ্রিল ২০২৪, ১৯:৫৪ |  আপডেট  : ২৭ ডিসেম্বর ২০২৪, ২১:৫১

বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার লৌহজংয়ের তেউটিয়া ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে দুস্থ্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের পরিচালক ও আলহাজ্জ নান্নু গ্রুপের চেয়ারম্যান বি.এম শোয়েব সিআইপি । অনুষ্ঠানের উদ্ভোধন করেন বীর মুক্তিযোদ্বা আলহাজ্জ আবুল বাসার । স্বাস্থ্য মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি  অধ্যাপক ডা: মো. আবু ইউসুফ ফকিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলার সহ সভাপতি মোহাম্মদ নোমান মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন লৌহজং শাখার সভাপতি খান নজরুল ইসলাম হান্নান, লৌহজং-তেউটিয়ার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মোল্লা, মো. মনির হোসেন মোড়ল, মো. রফিকুল ইসলাম ঢালী, মো. শামীম মোড়ল, মো. ইব্রাহিম খান প্রমুখ ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত