লৌহজংয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঈদ সামগ্রী বিতরন 

  লৌহজং প্রতিনিধি ঃ

প্রকাশ: ১৩ মে ২০২১, ০৮:৪৯ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:১৮

সামাজিক দুরুত্ব বজায় রেখে করোনাকালিন অসহায় দুস্থ্য দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী সেমাই,চিনি, দুধ ও পুলার চাউল বিতরন করা হয়েছে বুধবার বিকেলে লৌহজংয়ের ঘোড়াদৌড় বাজার সংলগ্ন থানা ক্যাম্পাসে। 

বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুলের তত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত মহাপরিচালক (স্বাস্থ্য ও শিক্ষা) ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক ডা: আবু ইউসুফ ফকির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন বেপারী, এইচ এম আজিজুল হক, হাজী মো. বিল্লাল হোসেন হাওলাদার, মো. মিজানুর রহমান হাওলাদার, মো. শামীম মোড়ল, মোহাম্মদ কামরুজ্জামান, মো. নোমান মিয়া, মো. আনোয়ার হোসেন বেপারী, খান মোহাম্মদ নজরুল ইসলাম হান্নান, মো. আবুল বাসার খান, হাজী মো. মজনু মীর্জ, বিপ্লব চন্দ্র পাল, মো. শামীম হাওলাদার প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত