লৌহজংয়ে ফার্মেসির ফ্রিজে দুধ-মাংস সংরক্ষণ
প্রকাশ: ১৭ জুন ২০২১, ১০:০২ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:১০
লৌহজংয়ে একটি ফার্মেসির ফ্রিজে অভিযান চালিয়ে ওষুধের বদলে দুধ-মাংস পাওয়া গেছে। বুধবার উপজেলার হলদিয়া বাজারের খাইরুল উম্মাহ মেডিকেল হল নামের ফার্মেসিতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালানোর সময় ওষুধ সংরক্ষণের স্থলে দুধ-মাংস দেখতে পান। ফ্রিজে দুধ-মাংস ও স্যাম্পল ওষুধ রাখার দায়ে খাইরুল উম্মাহ মেডিকেল হলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে গত বছর মা ইলিশ শিকার নিষিদ্ধ সময়ে উক্ত ফার্মেসির ফ্রিজে ইলিশ রাখার কারণে জরিমানা করা হয়েছিল।
এছাড়া দুটি দোকানে শিল্পকারখানায় ব্যবহৃত জর্দার রঙ খাবারের রঙ হিসেবে বিক্রি এবং অভি মেডিকেল নামে একটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার তদারকি হিসেবে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্যাব (কনজুমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ)-এর সভাপতি মিজানুর রহমান ঝিলু, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজমুল হোসেন ও লৌহজং থানার এএসআই সালাউদ্দিন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত