লৌহজংয়ে প্রজেক্ট হিলশায় কোরআনের পাখিরা

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ১২:৩৩ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০০:৫৪

মুন্সিগঞ্জের লৌহজংয়ে অবস্থিত প্রজেক্ট হিলশায় প্রায় দুইশতাধিক কোরআনের পাখিরা মধ্যাহ্নভোজ করেন।

গতকাল (মঙ্গলবার) এ্যাবা গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর জিল্লুর রহমান রিপন মৃধা তার মা-বাবার জন্য দোয়া প্রার্থনায় কুমারভোগ সিদ্দিকিয়া মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও মাদ্রাসা পরিচালকদের নিয়ে দোয়া ও প্রজেক্ট হিলশায় মধ্যাহ্ন ভোজের মাধ্যমে এই ব্যতিক্রম আয়োজন করেন। এর আগে এই জানুয়ারি মাসে আরো দুই ধাপে সাতঘড়িয়া কবরস্থান মাদ্রাসা, শিমুলিয়া এমদাদিয়া কওমি মাদ্রাসা ও সাতঘড়িয়া উত্তর পাড়া এতিম খানার প্রায় ২৫০ জন ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের রিপন মৃধা তার বাবা-মায়ের মৃত্যু দিবস উপলক্ষে হিলশায় আপ্যায়নের আয়োজন করেন।

জিল্লুর রহমান রিপন মৃধা (ম্যানেজিং ডাইরেক্টর,এ্যাবা গ্রুপ)

এ প্রসঙ্গে আয়োজক রিপন মৃধা বলেন, প্রজেক্ট হিলশার মতো অভিজাত রেষ্টুরেন্টে সাধারণত মাদ্রাসার ছাত্রদের ইচ্ছা থাকা স্বত্বেও যাওয়ার সামর্থ থাকে না। জানুয়ারি মাসে আমার বাবা ও মা পরলোক গমন করেন। প্রতিবছর আমরা মা-বাবার মৃত্যু দিবসে আমাদের ইউনিয়নের প্রতিটি মাদ্রাসায় দোয়া ও খাবারের আয়োজন করি। এবার আমরা একটু ব্যতিক্রম আয়োজন করেছি। এ আয়োজন করতে গিয়ে দেখেছি মাদ্রাসার ছাত্ররা বেশ উৎফুল্ল। তাই ধাপে ধাপে আমি বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের নিয়ে এই আয়োজন করে যাচ্ছি এবং আগামীতে আরো কয়েকটি মাদ্রাসার ছাত্রদের প্রজেক্ট হিলশায় আপ্যায়ের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত