লৌহজংয়ে পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাংসদ এমিলি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ১৯:০৫ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ২০:১০
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে কুমারী পূজা অষ্টমীতে লৌহজং উপজেলার ৩৪ টি পুজা মন্ডপ পরিদর্শন করেন মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বুধবার সকালে উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়ন থেকে শুরু করে কলমা ইউনিয়ন পর্যন্ত এই দশটি ইউনিয়নের মোট ৩৪ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি এসময় প্রত্যেকটি পূজা মন্ডপে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
পূজা মন্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার, যুগ্ম সম্পাদক মো. মেহেদি হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোপাজ্জল হোসেন তপন, সাবেক ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন বেপারী, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মো. ফারুক ইকবাল মৃধা, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক খান নজরুল ইসলাম হান্নান, হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, মো. লুৎফর রহমান তালুকদার, এইচ.এম আজিজুল হক, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. মর্তুজা খান প্রমুখ।
এছাড়া পরিদর্শন কালে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা পূর্জা উদযাপন কমিটির সভাপতি মনোজ কুমার সিংহ অমিত, সাধারন সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব সাহা, এর আগে সাংসদ এমিলি মাওয়া পদ্মা সেতু উত্তর থানা পরিদর্শন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত