লৌহজংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১৮:৪২ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:১১
লৌহজংয়ে পানিতে ডুবে মনিকা নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার কনকসার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মশদগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মনিকা ওই গ্রামের মনির হোসেনের মেয়ে
জানা যায়, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু মনিকা বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে মনিকাকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত