লৌহজংয়ে দুস্থ্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরন                       

  লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৮ মার্চ ২০২৪, ১৯:০৫ |  আপডেট  : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৯

লৌহজং উপজেলার ঢুলুগাওঁ আলোর হাসি সংগঠনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় শুক্রবার সকালে ঢুলু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খিদির পাড়া ও গাওঁদিয়া ইউনিয়নের প্রায় পাচঁ শতাধিক দুস্থ্য অসহায় ও এতিম পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন ঢুলুগাঁও আলোর হাসি সংগঠনের প্রধান উপদেষ্ঠা হাজী মো. বিল্লাল হোসেন হাওলাদার, সংগঠনের সভাপতি হাজী মো জামাল হোসেন হাওলাদার, সাধারন সম্পাদক মো. শাহীন হাওলাদার, মোকশেদুর রহমান এমিল, মো. জনি শেখ, হাজী মো. হাফেজ হাওলাদার, আব্দুল গফুর মল্লিক, মো. আজিজুল আকন, মো. মিনার হোসেন, মো. সেকান্দর হাওলাদার, মো. ডালিম শেখ, মো. আউয়াল, মো. সাইফুল ও মো. আরিফ হাওলাদার প্রমুখ ।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত