লৌহজংয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী   

  লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ৫ জুন ২০২১, ১৬:৩৩ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 
          
প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভায় উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি প্রদর্শনীর উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি। ভেটেরিনারি সার্জন ডা. প্রিয়াঙ্কা পোদ্দারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোদাচ্ছের হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মোল্লা, খামারি মো. সোহাগ প্রমুখ। প্রদর্শনীতে ৩০টি স্টলে উন্নত জাতের বিভিন্ন গবাদি পশু, পাখি, হাঁস-মুরগি প্রদর্শন করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত