লৌহজংয়ে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের বদলি জনিত বিদায় সংবর্ধনা

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ২১:৫৫ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:১৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুলকে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। 

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম। 

এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক অলক কুমার মিত্র, উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহমেদ, কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল পোদ্দার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুব-উল-আলম বাহার, বেজগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা, গাঁওদিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকির, বৌলতলী ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক শিকদার, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক মাসুদ খান  খান, সাংবাদিক সাইদুর রহমান টুটুল, সাংবাদিক মিজানুর রহমান ঝিলু প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত